English Version
আপডেট : ২৪ মার্চ, ২০২১ ১১:৩১

দেশে ফিরেই সাকিবের আইপিএল প্রস্তুতি শুরু

অনলাইন ডেস্ক
দেশে ফিরেই সাকিবের আইপিএল প্রস্তুতি শুরু

কিছুদিন আগেই দেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে মন্তব্য করে পুরো ক্রিকেটাঙ্গন নাড়িয়ে দেন সাকিব আল হাসান। আলোচনা-সমালোচনার মধ্যেই দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফিরেন সাকিব। আইপিএলকে সামনে রেখেই সাকিব দেশে ফিরেছেন বলে ধারণা করা হচ্ছিল। সেই ধারণাই এবার সত্যি হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকালে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন সাকিব। শুরুতে ব্যাটিং নিয়ে কাজ করেন তিনি। ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন করেন সাকিব। বড় শট খেলতেও দেখা যায় তাকে।   ব্যাটিং অনুশীলন শেষ করে বোলিং অনুশীলন করেন সাকিব। আসন্ন আইপিএলের জন্য দেশেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাকিব। এবারের আসরে আবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।

আগামী ১১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা। এবারের আসরকে সামনে রেখেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সাকিব।