English Version
আপডেট : ১৬ মার্চ, ২০২১ ১৮:৪৮

ছেলের বাবা হলেন সাকিব

অনলাইন ডেস্ক
ছেলের বাবা হলেন সাকিব

তৃতীয় সন্তানের বাবা হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই কন্যার পর তার ঘরে এলো পুত্র সন্তান।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলেই নিউজিল্যান্ড সফরে যাননি দেশসেরা অলরাউন্ডার। কিছুদিন আগেই মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। অবশেষে সুখবর মিললো সেখান থেকে। জানা গেছে সন্তান ভূমিষ্টের পর ভাল আছেন মা ও ছেলে।

সর্বশক্তিমান আল্লাহর কাছে হাজার শুকরিয়া। গত সোমবার আমার একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আমার দুই মেয়ে আলাইনা হাসান অব্রি ও ইরাম আল হাসান তাদের ভাইকে পেয়ে অনেক খুশি। আমার স্রী শিশির এবং শিশু সন্তানটি সুস্থ আছে। আমাদের পুরো পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য শুভেচ্ছা রইল।

সবাইকে ভালোবাসি, সাকিব। তার স্ট্যাটাস দেওয়ার আধঘণ্টার মধ্যেই প্রায় ৬০ হাজার লাইক পড়ে। শেয়ার হয় পাঁচশতাধিক। সতীর্থ পেসার রুবেল হোসেন লেখেন, আলহামদুলিল্লাহ, অভিনন্দন। শিশুরা আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের উপহার।

২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব। ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর ২০২০ সালের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরম হাসান। দুটি সন্তানই জন্ম নেয় যুক্তরাষ্ট্রে।