English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:০২

অবসরের ঘোষণা দিলেন থারাঙ্গা

অনলাইন ডেস্ক
অবসরের ঘোষণা দিলেন থারাঙ্গা

শ্রীলঙ্কার ব্যাটসম্যান উপুল থারাঙ্গা মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। শেষবার তিনি জাতীয় দলের জার্সি গায়ে দিয়েছিলেন ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরের একটি ওয়ানডে ম্যাচে।

অবসরের ঘোষণা দিয়ে থারাঙ্গা টুইটারে লিখেছেন, ‘একটি পুরোনো প্রবাদ আছে যে, সব ভালোর শেষ আছে। আমি বিশ্বাস করি ১৫ বছরেরও বেশি সময় ধরে আমার সবটুকু দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর এখন ঠিক সময়।’

শ্রীলঙ্কার হয়ে থারাঙ্গা ৩১ টেস্ট খেলে ২১.৮৯ গড়ে ১৭৫৪ রান করেছেন, রয়েছে তিন সেঞ্চুরি ও আট ফিফটি। ২০০৫ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে আহমেদাবাদে তার টেস্ট অভিষেক হয় এবং লাল বলের শেষ ম্যাচটি খেলেন ২০১৭ সালে একই প্রতিপক্ষের সঙ্গে পাল্লেকেলেতে।