English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:০০

ক্যান্সারের কাছে হেরে চলে গেলেন আইভরিয়ান ফুটবলার

অনলাইন ডেস্ক
ক্যান্সারের কাছে হেরে চলে গেলেন আইভরিয়ান ফুটবলার

মাত্র ২১ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন ইতালিয়ান ক্লাব আতালান্তার তরুণ তারকা উইলি তা বি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন এই আইভরি কোস্ট মিডফিল্ডার।

মঙ্গলবার উইলির মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে তার ক্লাব আতালান্তা। নিজেদের তারকার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে সিরি’আ লিগের ক্লাবটি।

আতালান্তার হয়ে ২০১৯ সালে ইতালির যুব ক্লাব ফুটবল লিগের আসর প্রিমাভেরা শিরোপা জেতেন উইলি। একই বছরের জানুয়ারিতে তার ইন্টার মিলানের হয়ে খেলার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ক্যান্সার। ডায়াগনোসিসে জানা যায়, তার লিভারে আক্রমণ করেছে এক টিউমার। উইলি আইভরি কোস্টের যুব দলের হয়েও খেলেছেন।