English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৫৩

ব্যর্থতায় বিরক্ত প্রীতি জিনতা, বদলে ফেললেন দলের নাম

অনলাইন ডেস্ক
ব্যর্থতায় বিরক্ত প্রীতি জিনতা, বদলে ফেললেন দলের নাম

কিংস ইলেভেন পাঞ্জাব, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এর একটি বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার ফ্রাঞ্চাইজি। এই প্রতিযোগিতায় ২০০৮ সাল থেকে থেকে খেলছে তার দল। কিন্তু আজ পর্যন্ত কোনও সাফল্য নেই। বহুবার অধিনায়ক বদলেও খেতাব জয়ের স্বাদপূরণ হয়নি। আর এবার দলের নামটিই বদলে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

আইপিএলের আসন্ন আসরে নাম বদলে নতুন নামে আত্মপ্রকাশ করতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। নতুন নাম হলো ‘পাঞ্জাব কিংস’। 

মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, প্রীতি জিনতা ও করণ পালের যৌথ মালিকানায় থাকা কিংস ইলেভেন পাঞ্জাব এবার মাঠে নামবে পাঞ্জাব কিংস নামে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ১৩ বছরের ইতিহাসে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। তারা একবার রানার্সআপ হয় এবং একবার তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে।

আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে শেষ করে। কয়েকটা ম্যাচে অল্পের জন্য হার মানতে হয় লোকেশ রাহুলদের। এবার আইপিএল নিলামের আগে তারা স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, শেলডন কটরেল, মুজির উর রহমানদের মতো আন্তর্জাতিক তারকাদের। নিলামে বিদেশির কোটা পূরণ করাই হবে পাঞ্জাবের প্রাথমিক লক্ষ্য।