English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৫

অবশেষে জয়ের দেখা পেল লিভারপুল

অনলাইন ডেস্ক
অবশেষে জয়ের দেখা পেল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শিরোপার লড়াই থেকে প্রায় ছিটকে গেছে চ্যাম্পিয়ন লিভারপুল। নেই পয়েন্ট তালিকার সেরা চারে। টানা তিন ম্যাচ হারের ক্ষত নিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে অবশেষে জয় পেল লিভাপুল।

মঙ্গলবার রাতে লাইপজিগকে ০-২ গোলে হারিয়েছে লিভাপুল। করোনার কারণে জার্মানি সফর কড়াকড়িভাবে নিষিদ্ধ থাকায় ম্যাচটি হয় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।  

ম্যাচের প্রথমার্ধে দুই দল গোলের দেখা না পেলেও বিরতি থেকে ফিরে এগিয়ে যায় লিভারপুল। ৫৩তম মিনিটে মোহমেদ সালাহর গোলে এগিয়ে যায় ইংলিশ চ্যাম্পিয়নরা। ৫৮তম মিনিটে কার্তিস জোন্সের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।   গোল হজমের পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করে লাইপজিগ। তবে ম্যাচের বাকি সময় রক্ষণভাগে মনোযোগ বাড়ায় লিভারপুল। সেই সঙ্গে জয় তুলে নিয়ে শেষ আটের পথে এক পা দিয়ে রাখলো ক্লপের দল।

আগামী ১০ মার্চ ফিরতি লেগে অলরেডরা ঘরের মাঠ অ্যানফিল্ডে লাইপজিগকে আতিথেয়তা দেবে।