English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২১ ২১:৪৯

পোলার্ডের মৃত্যুর গুজব

অনলাইন ডেস্ক
পোলার্ডের মৃত্যুর গুজব

ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কাইরান পোলার্ড বাংলাদেশ সফরে না আসলেও আবুধাবীতে ঠিকই টি-১০ লিগ খেলছেন। তিনি ডেকান গ্লাডিয়েটরসের অধিনায়কের দায়িত্বও পালন করছেন। এর মধ্যে মারাত্মক এক গাড়ি দুর্ঘটনায় পোলার্ড মারা গেছেন এমন খবর দ্রুতই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

গতকাল শুক্রবার রাতে এ গুজব ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। কয়েকজন ইউটিউবার দাবি করতে থাকেন যে, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পোলার্ডের। যা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। পোলার্ডের মৃত্যুর গুজব সংক্রান্ত মোট চারটি ভিডিও দেখা গেছে ইউটিউবে। ফেইসবুকেও এর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা পরবর্তীতে টুইটারেও ছড়িয়ে পড়ে।

এই গুজব দেখে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। ব্যাকিং দ্য ট্রুথ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এভাবে মন্তব্য করা হয়, ‘এমন গুজব দেখে হতাশ হলাম। তিনি জীবিত আছেন, লিগ খেলছেন। মৃত্যুর খবর দেখে আমার তো হার্টঅ্যাটাক হওয়ার জোগাড়। সূত্র : ক্রিকট্র্যাকার ও ইন্ডিয়া ডটকম।