English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২১ ১৯:৪৫

একদিন বিশ্বকাপ জয় সম্ভব: শরিফুল

অনলাইন ডেস্ক
একদিন বিশ্বকাপ জয় সম্ভব: শরিফুল

গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। সেই দলের সদস্য ছিলেন পেসার শরিফুল ইসলাম। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিনি। এবার প্রথমবারের মত তিনি জাতীয় দলে সুযোগ পেলেন।

দলে সুযোগ পাওয়ার পর শরিফুল ইসলাম বলেছেন, তিনি নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে চান। সেই তিনি বলেছেন, আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছি। সবাই মিলে চেষ্টা করলে একদিন বিশ্বকাপ জয়ও সম্ভব।

রবিবার শরিফুল ইসলাম বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, জাতীয় দলে সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। খবরটা প্রথম শুনে অনেক খুশি লাগছিল যে আমি জাতীয় দলে সুযোগ পেয়েছি। ইনশায়াল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো খেলেছি। যদি একাদশে সুযোগ পাই তাহলে সেরাটা দিয়ে জায়গাটা ধরে রাখার চেষ্টা করব।’

শরিফুল বলেন, ‘যখন ক্রিকেট খেলা শুরু করি তখন থেকেই ভাবতাম যে, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই উনাদের সঙ্গে যদি খেলতে পারি তাহলে ভালো লাগবে। সিনিয়ররা আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। কীভাবে ভালো করা যায় পরামর্শ দিচ্ছেন।’

তরুণ এই পেসার বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সময় থেকে আমাদের মধ্যে একটা শক্তি ছিল যে, আমরা যদি সবাই এক হয়ে সেরাটা দিতে পারি তাহলে জাতীয় দলের হয়ে একদিন বিশ্বকাপ জয় সম্ভব।’