English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২১ ১০:১২

ইংলিশ ঘূর্ণিতে ঘরের মাঠে বিধ্বস্ত শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
ইংলিশ ঘূর্ণিতে ঘরের মাঠে বিধ্বস্ত শ্রীলঙ্কা

নিজেদের মাঠেই ইংলিশ স্পিন অলরাউন্ডারের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনেই শ্রীলঙ্কা অলআউট হয় মাত্র ১৩৫ রানে। ডানহাতি স্পিন অলরাউন্ডার ডম বেস একাই নিয়েছেন পাঁচ উইকেট।

১৩৫ রানের লিডে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ১২৭ রান করে দিন শেষ করে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ৪৭ ও অধিনায়ক জো রুট ৬৬ রান করে ক্রিজে আছেন। দুই ওপেনার ফেরেন দুই অঙ্ক স্পর্শ করার আগেই। উইকেট দুটি নেন লাসিথ এম্বুলডেনিয়া।