English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০২১ ২১:০৯

সাকিব-শিশিরের ঘরে আসছে তৃতীয় সন্তান

অনলাইন ডেস্ক
সাকিব-শিশিরের ঘরে আসছে তৃতীয় সন্তান

‘রহস্যময়’সেই  ছবির ব্যাপারটি খোলাসা হলো। তৃতীয় সন্তানের জনক হতে যাচ্ছেন সাকিব আল হাসান।

এর আগে নতুন বছরের শুরুতেই চমকে দেন সাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় ছবি পোস্ট করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে গর্ভবতী অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে।

পরে বাংলানিউজকে ব্যাপারটি নিশ্চিত করেন সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র।

শুক্রবার (১ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে সাকিব লিখেন, 'নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ' সঙ্গে একটি ছবিও যোগ করেছেন সাকিব। যেখানে স্ত্রী শিশিরের বেবি বাম্পে চুমু খেতে দেখা যাচ্ছে তাকে।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। এরপর গত বছরের ২৪ এপ্রিল তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান। তারকা দম্পতি তাদের দ্বিতীয় কন্যার নাম রেখেছেন ইরাম হাসান।