English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০ ১৩:৫০

৩৬ রানের দুঃস্বপ্ন ভুলতে ভারতের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক
৩৬ রানের দুঃস্বপ্ন ভুলতে ভারতের সম্ভাব্য একাদশ

বক্সিং ডে টেস্টে মেলবোর্নে টিম ইন্ডিয়ার সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কাজটা সহজ নয়। একে তো টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরে আউট হওয়ার পর দল মানসিকভাবে ভেঙে পড়েছে। তার উপর আবার অধিনায়ক বিরাট কোহলিকেও এই টেস্টে পাওয়া যাবে না। চোটের জন্য মোহম্মদ সামি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। মেলবোর্নে ঘুরে দাঁড়ানোর জন্য দলে আমূল পরিবর্তন করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ

মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।