English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০ ১১:৩৮

ফাইনাল না খেলে দ্রুত যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে সাকিবকে

অনলাইন ডেস্ক
ফাইনাল না খেলে দ্রুত যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে সাকিবকে

জমে উঠেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, বাকি আর মাত্র ২টি ম্যাচ। সোমবার প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। তবে দলের অন্যতম সেরা তারকা সকিব আল হাসান রাতেই বায়ো সুরক্ষিত টিম হোটেল ছেড়ে গিয়েছেন। সুতরাং ফাইনালে সাকিবকে আর পাচ্ছে না খুলনা শিবির।

সাকিবের হোটেল ত্যাগের কারণ সম্পর্কে খুলনা কর্তৃপক্ষ জানিয়েছে, তার পরিবারে নেমে এসেছে চরম দুঃসময়। যুক্তরাষ্ট্রে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন। এমন সময়ে সাকিবের সেখানে থাকা জরুরী। এমন দুঃসময়ে টিম খুলনা কর্তৃপক্ষ সাকিবকে তাই ছাড়পত্র দিয়েছে।