English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০ ১৭:৪৬

ডর্টমুন্ড কোচ বরখাস্ত

অনলাইন ডেস্ক
ডর্টমুন্ড কোচ বরখাস্ত

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড তাদের প্রধান কোচ লুসিয়ান ফাভরকে বরখাস্ত করেছে। বুন্দেসলিগায় স্টুটগার্টের বিপক্ষে ৫-১ গোলে হারের পরপরই এই সিদ্ধান্ত নেয় ক্লাবটি।

ফাভরকে বরখাস্ত করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ডর্টমুন্ড। রবিবার ক্লাবটি তাদের অফিসিয়াল টুইটারে জানায়, ‘বরুশিয়া ডর্টমুন্ড প্রধান কোচ লুসিয়ান ফাভরের সঙ্গে আলাদা হয়েছে। আত্মোৎসর্গের জন্য ক্লাব লুসিয়ানকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনা জানাচ্ছে।’

ফাভরের কর্তব্যচ্যুতি প্রসঙ্গে ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর মাইকেল জোর্ক এক বিবৃতিতে জানান, ‘এই পদক্ষেপ নেওয়া আমাদের জন্য কঠিন। ’  ফাভর ডর্টমুন্ডের দায়িত্ব নেন ২০১৮ সালে। অবশেষে ২৯ মাস পর দায়িত্বচ্যুত হলেন তিনি।