English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০ ২১:৪০

ম্যারাডোনাকে ভালোবেসে যে দলে যোগ দিতে বলা হল মেসিকে

অনলাইন ডেস্ক
ম্যারাডোনাকে ভালোবেসে যে দলে যোগ দিতে বলা হল মেসিকে

ফুটবল বিশ্ব ম্যারাডোনাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি। এবার জার্মানি এবং ঘানার মিডফিল্ডার কেভিন প্রিন্স বোয়েটাং মেসির কাছ থেকে ম্যারাডোনার প্রতি ভালোবাসার নিদর্শনটা একটু অন্যভাবে পেতে চান। 

বোয়েটাংয়ের প্রস্তাব, ম্যারাডোনার প্রতি ভালোবাসা প্রদর্শন করে মেসি যেন বার্সা ছাড়ার পর ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেয়। নাপোলি হলো দিয়াগো ম্যারাডোনার প্রাণের ক্লাব। মেসির কাছে বার্সা যেমন প্রিয়, ম্যারাডোনার কাছে নাপোলিই তাই ছিল। 

ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে মেসির সাবেক বার্সা সতীর্থ বোয়েটাং এ কথা বলেন। তিনি বলেন, মেসি বার্সায় তার চুক্তির মেয়াদ শেষ করতে যাচ্ছে। এখন কেমন হয় এটা যে, নাপোলি তাকে প্রস্তাব দিল, আর মেসি শুধু বলল, আমি আসছি! ম্যারাডোনার মৃত্যুর পর নাপোলি ক্লাব তাদের স্টেডিয়ামের নাম বদলে তার নামে রেখেছে। উল্লেখ্য, ম্যারাডোনার সম্মানে তার জার্সি পরে গোল উদযাপন করেছিলেন মেসি, এ জন্য কার্ডসহ জরিমানা দিতে হয়।