English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০ ১১:০৫

মেসির রেকর্ড ভেঙে দিলেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক
মেসির রেকর্ড ভেঙে দিলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ২০ গোল করার রেকর্ডটি এতদিন বার্সেলোনা তারকা লিওনেল মেসির দখলে ছিল। গতরাতে ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে গোল করে রেকর্ডটি  নিজের করে নিলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। বুধবার রাতে বাসাকসেহিরের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর এমবাপ্পে আরো একটি গোল করেন ম্যাচের ৬২ মিনিটে। এরই মধ্য দিয়ে মাত্র ২১ বছর ৩৫৫ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ২০ গোলের মাইলফলক ছুঁলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তরুণ। এর আগে মেসি এমন কীর্তি গড়েছিলেন ২২ বছর ২৬৬ দিন বয়সে। এছাড়া রাউল গঞ্জালেস ২০ গোল করেছিলেন ২২ বছর ২৯৭ দিনে। কদিন আগেই ফরাসী লিগ ওয়ানে মন্টেপিলারের বিপক্ষে আরেকটি কীর্তি গড়েন এমবাপ্পে। পিএসজির হয়ে ক্যারিয়ারের ১০০তম গোলটি করেছিলেন এই ফরাসি তারকা।