English Version
আপডেট : ২২ আগস্ট, ২০২০ ১২:৪৯

দুর্দান্ত জয়ে সেভিয়ার ষষ্ঠ শিরোপা

অনলাইন ডেস্ক
দুর্দান্ত জয়ে সেভিয়ার ষষ্ঠ শিরোপা

জার্মানির রেইন এনার্জি এস্তাদিওনে অবিশ্বাস্য এক ফাইনাল উপভোগ করল ফুটবল বিশ্ব। উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে সেভিয়ার ষষ্ঠ শিরোপা জয়।

দুর্দান্ত ফুটবল খেলে শেষ পর্যন্ত ইন্টারকে নির্ধারিত ৯০ মিনিটে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ২০১৯/২০ মৌসুমের ইউরোপা লিগের শিরোপা জিতে নেয় সেভিয়া। ষষ্ঠ শিরোপা জেতা দলটির হয়ে জোড়া গোল করেন লুক ডি ইয়ং, দিয়েগো কার্লোস একটি। ইন্টারের গোল দুটি করেন রোমেলু লুকাকু ও দিয়েগো গদিন।

ম্যাচের শুরুতে যিনি খলনায়ক, শেষ বেলায় তিনিই নায়ক। আর শুরুর নায়ক শেষ বেলায় হয়ে গেলেন খলনায়ক। খেলোয়াড়দের মতো ভাগ্য বদল হলো দুই দলেরও। যার ফলশ্রুতিতে শিরোপা জয় সেভিয়ার।