English Version
আপডেট : ২১ আগস্ট, ২০২০ ২২:০৪

সরে দাঁড়ালেন টাইগারদের ব্যাটিং কোচ

অনলাইন ডেস্ক
সরে দাঁড়ালেন টাইগারদের ব্যাটিং কোচ

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিকে নিয়ে টুকটাক গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। শ্রীলঙ্কা সফরে যেতে রাজি নন বলে তার বিকল্প খোঁজার কাজও শুরু করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শুধু একটি সফরে যেতে অনীহা নাকি বাংলাদেশ দলের সঙ্গেই আর থাকতে রাজি নন ম্যাকেঞ্জি, সেটি নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এবার পদত্যাগের বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিলেন ম্যাকেঞ্জি নিজেই। শুক্রবার ‘ক্রিকবাজে’র সঙ্গে আলাপে প্রোটিয়া এই কোচ বলেন, ‌‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ হলো পরিবার থেকে দূরে থাকতে হবে বলে। কোভিডের এই পরিস্থিতিতে সব ফরমেটের শিডিউল মানিয়ে চলাটা আমার নতুন পরিবারের জন্য কষ্টকর হয়ে যাবে।’

বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পারাটা তার জন্য আনন্দের ছিল উল্লেখ করে ম্যাকেঞ্জি বলেন, ‘টাইগারদের অংশ হতে পারাটা আমার ভালোলাগার জায়গা ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য সবসময়ই আমার দুর্বলতা থাকব। দারুণ সব ছেলের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার।’

অক্টোবরে শ্রীলঙ্কা সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ রয়েছে বাংলাদেশের। যোগ হতে পারে টি-টোয়েন্টিও। ওই সফরে ম্যাকেঞ্জিকে দলের সঙ্গে চাইছিল বিসিবি। কিন্তু ম্যাকেঞ্জি যেতে অসম্মতি জানান। শেষ পর্যন্ত পদত্যাগই করে ফেললেন।