English Version
আপডেট : ২০ আগস্ট, ২০২০ ২২:২৯

দক্ষিণ আফ্রিকা দলের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকা দলের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দুই সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যদিও দেশটির ক্রিকেট বোর্ড তাদের নাম প্রকাশ করেনি। কোভিড পজিটিভ হওয়ায় অনুশীলন ক্যাম্পের জন্য ঘোষিত ৫০ সদস্যের দল থেকে আইসোলেশনে পাঠানো হয়েছে দুই জনকে।

এনিয়ে প্রোটিয়া ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ক্রিকেটারদের করোনামুক্ত রাখতে। কিন্তু দুইজনের শরীরে কোভিড পজিটিভ। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তবে এই দুই জনের পরিবর্তে প্রাথমিক ক্যাম্পে কাউকে নেয়া হয়নি।’

এদিকে অনুশীলন ক্যাম্প থেকে ফাফ ডু প্লেসিস নাম সরিয়ে নিয়েছেন সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে। ৫০ সদস্যের প্রাথমিক দল দেয়া হলেও আপাতত প্রথম ধাপে ৩২ জন যোগ দেবেন ক্যাম্পে।

এইডেন মার্করাম, অ্যান্ডিল ফেলকাওয়ে, অ্যানরিচ নর্তজে, বেওরান হেন্ড্রিক্স, বিজর্ন ফোর্তুইন, ড্যারেন ডুপাভিলন, ডেভিড মিলার, ডিন এলগার, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, গ্লেটন স্ট্রুম্যান, হেনরিচ ক্লাসেন, জানেমান মালান, জোন-জন স্মটস, জুনিয়র ডালা, কাগিসো রাবদা, কিগান পিটারসেন, কেশব মহারাজ, কাইল ভারেরিন, লুঙ্গি এনগিদি, লুথো সিপামলা, পিটার মালান, পীট ভ্যান বিলজোন, কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডার ডুসেন, রেজা হ্যান্ড্রিক্স, রুডি সেকন্ড, সেনুরান মুথুসামি, সিসান্দা মাগালা, তাবারেজ শামসী, টেম্বা বাভুমা ও জুবায়ের হামজা।