English Version
আপডেট : ৫ মার্চ, ২০২০ ১৭:৫৭
সূত্র:

ক্রিকেটে অধিনায়কত্বের ইতি টানলেন মাশরাফী

ক্রিকেটে অধিনায়কত্বের ইতি টানলেন মাশরাফী

জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার তৃতীয় ওয়ানডে শেষে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফী বিন মুর্তজা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

মাশরাফী বলেন, 'অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ কাল। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলেই তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন।'

তিনি বলেন, 'সবাইকে ধন্যবাদ জানাই। বিসিবি ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। হাথুরুসিংহে, খালেদ মাহমুদ সুজন, রোডস ও ডমিঙ্গোকে ধন্যবাদ। সবার সহযোগিতা ছাড়া কোন কিছুই সম্ভব হতো না।'

অধিনায়কত্ব ছাড়লেও নির্বাচকরা দলে রাখলে খেলে যাবেন বলে জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস।

তিনি বলেন, 'প্রফেশনালি এই সিদ্ধান্ত নিয়েছি আমি। অধিনায়কের দায়িত্বটা সবসময় চ্যালেঞ্জিং। চেষ্টা করেছি দলকে সর্বোচ্চটা দেওয়ার। আশা করি- সামনে যাকে অধিনায়ক করা হবে তাকে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে।'

২০১৪ থেকে ওয়ানডে দলকে নিয়মিত নেতৃত্ব দিচ্ছেন মাশরাফী বিন মুর্তজা। এরপর নিয়মিত অধিনায়ক হয়ে ৮০টি একদিনের ম্যাচ খেলে দলকে এনে দিয়েছেন ৪৬টি জয়। সব মিলিয়ে ৮৭ ম্যাচে তার নেতৃত্বে সর্বোচ্চ ৪৯টি ওয়ানডে ম্যাচে জিতেছে টাইগাররা।

সত্যিকার অর্থে মাশরাফির নেতৃত্বেই ওয়ানডেতে শক্ত অবস্থান করে নিয়েছে বাংলাদেশ দল। তার অধিনায়কত্বে ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলেছে টাইগাররা। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে দল উঠে সেমি-ফাইনালে।

ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজেও ম্যাশের নেতৃত্বে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।