English Version
আপডেট : ১ মার্চ, ২০২০ ১৪:০৭
সূত্র:

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ, টস সম্পন্ন

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ, টস সম্পন্ন

প্রায় সাত মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সিলেটে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক। আজ রবিবার (১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১ টায় শুরু হবে এই ম্যাচ। সর্বশেষ গত ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ম্যাশ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির বক্তব্য অনুযায়ী অধিনায়ক হিসেবে এটাই মাশরাফির শেষ সিরিজ।

আজকের ওয়ানডে ম্যাচে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম শেখের। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের সামর্থ্যের জানান দেন নাঈম। ঘরোয়া ক্রিকেটেও পরীক্ষিত পারফর্মার ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান। তাই প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকে। এছাড়াও একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন আরেক তরুণ অলরাউন্ডার মোহাম্মদ আফিফ হোসেন ধ্রুব’র। সাব্বির রহমানের বদলী হিসেবে মাঠে নামবেন তিনি। অপরদিকে পিঠের ইনজুরি কাটিয়ে দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে আবারও দেখা যেতে পারে ওয়ানডে একাদশে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ- তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।