English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৩৭
সূত্র:

জিম্বাবুয়ের বিপক্ষেও থাকছেন না মুশফিক?

জিম্বাবুয়ের বিপক্ষেও থাকছেন না মুশফিক?

টেস্ট সিরিজের প্রথমটি খেলতে দ্বিতীয় দফায় পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। এবার তাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন এক খবর। আগামী শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। সেখান থেকে ফিরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ওই টেস্টে নাকি মুশফিকের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কোচ রাসেল ডমিঙ্গোর কথায় সেই অনিশ্চয়তা দেখা গেল।

বহুদিন ধরেই বাংলাদেশের মিডল অর্ডার সামলে আসছেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। ভারতে সর্বশেষ টেস্ট সিরিজেও তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন। ফিট থাকলে তার একাদশে না থাকার কোনো কারণ নেই। কিন্তু ডমিঙ্গো খেলোয়াড়দের লম্বা সময় সুযোগ দিতে চান। তাই শঙ্কা জেগেছে মুশফিকের বাড়তি একটি টেস্ট বাইরে থাকার। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেই এপ্রিলে আবার পাকিস্তানে দ্বিতীয় টেস্ট খেলতে যাবে টাইগাররা। দলের কম্বিনেশন কি একই থাকবে না বদলাবে- এটাই প্রশ্ন।

আজ মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে, মুশফিক সর্বশেষ ম্যাচে রান পেয়েছে। আবার একই সঙ্গে আমাদের এটাও বিবেচনা করতে হবে যে, একটা ব্যাটিং লাইনআপ ঠিক করা হয়েছে। এক ম্যাচের জন্য সেটার পরিবর্তন করে আবার তৃতীয় টেস্টের জন্য পরিবর্তন করাটা কেমন হয়…। আমি ছেলেদের টানা খেলার সুযোগ দিতে চাই, আবার আমাদের এটাও বিবেচনায় রাখতে হবে যে, ভারতে মুশফিক ছিল আমাদের সেরা খেলোয়াড়।’