English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০২০ ০৭:৩৫
সূত্র:

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

পারলেন না মুশফিক! সেই শিরোপাহীন ললাট নিয়েই শেষ করতে হলো বিপিএল। হয়তো অনেকে ভেবেছেন এতদিনের আক্ষেপটা আজ (১৭ জানুয়ারি) ঘুচবে।

কিন্তু বিধাতা তার জন্য বোধ হয় তেমন কিছু লিখে রাখেননি। তাইতো আবারও শূন্য হাতে বাড়ি ফেরা। রাজশাহীর কাছে ২১ রানে হেরে বিপিএল ট্রফিটা হাতছাড়া হওয়া। অবশ্য তারপরও বিপিএল পেল নতুন চ্যাম্পিয়নের দেখা।

খুলনার হয়ে এ দিন ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন শামসুর রহমান শুভ। ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ দৌড়টা তিনিই দেন। করেন ৫২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে রিলে রুশোর ব্যাট থেকে। বাকিদের আসা-যাওয়ার মাঝে ২১ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম।

আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। ১৪ রানের মাথায় ওপেনার আফিফ হোসেনকে হারায় তারা। দ্রুত এক উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। তবে লিটন দাস আর ইরফান শুক্কুর মিলে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেন।

লিটন আলো ছড়ানোর আগে ফিরে গেলেও আরেক পাশ আগলে রাখেন শুক্কুর। খেলেন ৫২ রানের ইনিংস। শেষ দিকে আন্দ্রে রাসেল ও মোহাম্মদ নওয়াজ রাজশাহীকে উপহার দেন বড়সড় সংগ্রহ। ২০ বলে অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন নওয়াজ।

খুলনার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন মোহাম্মদ আমির। একটি করে উইকেট ঝুলিতে ‍পুরেন ফাইলিঙ্ক ও শহিদুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী রয়্যালস: ১৭০/৪ (লিটন ২৫, আফিফ ১০, ইরফান শুক্কুর ৫২, শোয়েব মালিক ৯, আন্দ্রে রাসেল ২৭*, মোহাম্মদ নওয়াজ ৪১*; মোহাম্মদ আমির ২/৩৫, রব্বি ফ্রাইলিঙ্ক ১/৩৩, তানভীর ইসলাম ০/১১, শফিউল ইসলাম ০/৩৮, মেহেদী হাসান মিরাজ ০/২৭, শহীদুল ইসলাম ১/২৩)

খুলনা টাইগার্স: ১৪৯/৮ (শান্ত ০, মিরাজ ২, শামসুর রহমান ৫২, রুশো ৩৭, মুশফিক ২১, নাজিবউল্লাহ ৪, ফ্রাইলিঙ্ক ১২, শহীদুল ০, শফিউল ৭*, মোহাম্মদ আমির ১*; মোহাম্মদ ইরফান ২/১৮, আবু জায়েদ ১/২৪, আন্দ্রে রাসেল ২/৩২, শোয়েব মালিক ০/১৫, মোহাম্মদ নওয়াজ ১/২৯, কামরুল ইসলাম রাব্বী ২/২৯)

ফল: ২১ রানে জয়ী রাজশাহী রয়্যালস

ম্যাচ ও টুর্নামেন্টসেরা: আন্দ্রে রাসেল।