English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২০ ০৭:২৮
সূত্র:

পাকিস্তান সফরে যাবেন না মুশফিক

পাকিস্তান সফরে যাবেন না মুশফিক

পাকিস্তান সফরে যাবেন না মুশফিকুর রহিম। বিষয়টি তিনি এর মধ্যে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে জানিয়েও দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য দিয়েছেন নান্নু নিজেই। তিনি বলেন, মুশফিক আমাকে কল করে জানিয়েছে, সে পাকিস্তান সফরে যাবে না। আমরা তার আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছি। সেটা পাঠিয়ে দিলেই আমরা তাকে পাকিস্তান সফরের দলে রাখবো না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চলা দীর্ঘ দেন-দরবারের পর সমঝোতায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশটিতে তিন দফায় তিনটি টি-২০, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।