English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৯ ১৩:৫৭
সূত্র:

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্বে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।

ঢাকায় বিপিএলের প্রথম পর্বে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে রাজশাহী। আসরের পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে আন্দ্রে রাসেলের নেতৃত্বে দলটি। 

অন্যদিকে খুলনা এক ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে।

একাদশ রাজশাহী রয়্যালস : হজরতউল্লাহ জাজাই, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, অলোক কাপালি, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ, কামরুল ইসলাম।

খুলনা টাইগার্স : নাজমুল হোসেন শান্ত, রহমানুল্লাহ গুরবাজ, রাইলে রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক), শামসুর রহমান, রবি ফ্রাইলিঙ্ক, আমিনুল ইসলাম, মেহিদী হাসান, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম।