English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৯ ১৬:২৭
সূত্র:

ফাতেমার হাত ধরে দিনের তৃতীয় স্বর্ণ

ফাতেমার হাত ধরে দিনের তৃতীয় স্বর্ণ

মাঝে তিনদিন ছিলো না একটিও স্বর্ণপদক। শনিবার এক দিনেই বাংলাদেশের ঝুলিতে এলো তিনটি। ভারোত্তলনে মাবিয়া আক্তার সীমান্ত এবং জিয়ারুল ইসলামের পর এবার সোনার পদক জিতেছেন ফাতেমা মুজিব।

ফেন্সিং ডিসিপ্লিনে মেয়েদের একক সাবরে ইভেন্টে বাংলাদেশের পক্ষে দিনের তৃতীয় ও সবমিলিয়ে সপ্তম স্বর্ণ পদকটি জিতেছেন ফাতেমা মুজিব।

তার আগে শনিবার দিনের প্রথম স্বর্ণ জেতেন ভারোত্তোলনের মাবিয়া আক্তার সীমান্ত। মেয়েদের ৭৬ কেজি শ্রেণিতে তার স্বর্ণ জয়ের মাধ্যমে ঘুচে তিন দিনের অপেক্ষা।

মাবিয়ার পর একই ডিসিপ্লিনের পুরষ এককে ৯৬ কেজি শ্রেণিতে সর্বোচ্চ সাফল্য লাভ করেন জিয়ারুল হক।

বিস্তারিত আসছে...