English Version
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৯ ১৫:৩৫
সূত্র:

গোলাপি টেস্ট: মুশফিকের ব্যাটে লজ্জা এড়াল বাংলাদেশ

গোলাপি টেস্ট: মুশফিকের ব্যাটে লজ্জা এড়াল বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট খেলতে নেমে খুবই হতশ্রী পারফর্মেন্স করে বাংলাদেশ। বলের রংয়ের সঙ্গে ব্যাটসম্যানদের পারফর্মেন্স মেলাতে গেলেই বাঁধবে বিপত্তি। আজ শনিবার ইডেন টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে নতুন বল পেয়ে টাইগার বোলাররা যেভাবে আগুনঝরা বোলিং করেছেন তা দেখে আর দেরি করেননি ভারতীয় অধিনয়ক বিরাট কোহলি।

৩৪৭ রানে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লিড দাঁড়ায় ২৪২ রান। এই লিডকে সামনে রেখে খেলেতে নেমে শুরুতেই ছয় ওভার না যেতেই বাংলাদেশ হারিয়ে বসে চার উইকেট। তখনই গুঞ্জণ শুরু হয়েছিল দুই দিনেই কী শেষ হয়ে যাচ্ছে এই টেস্ট?

যখনই এই জল্পনা নিয়ে মেতেছেন সবাই তখনই ব্যাট হাতে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে যান বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহীম। দুজনে খেলতে থাকেন স্বাচ্ছন্দে, সাবলীলভাবে। মুশফিক দুইবার আউট হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান। মুশফিক-মাহমুদউল্লাহর পঞ্চম  উইকেটের জুটিতেই মূলত হার এড়ায়। মুশফিক অপরাজিত থাকেন ৫৯ রানে। ৭০ বলে ১০টি চারের মারে তিনি এই রান করেন। মুশফিক তার ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ ৪১ বলে ৩৯ রান করে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছেড়ে গেলে ভাঙে এ দুইজনের জুটি।

এরপর মেহেদী মিরাজকে সঙ্গে নিয়ে জুটি গড়েন মুশফিক। মিরাজ ১৫ রান করে আউট হয়ে গেলে ভাঙে ষষ্ঠ উইকেটে গড়া ৫১ রানের জুটি। তাইজুল ইসলাম আউট হয়ে গেলে আম্পায়ার দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণা করেন। বাংলাদেশ এখনও ৮৯ রানে পিছিয়ে আছে।