English Version
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৯ ০৬:৩৮
সূত্র:

গোলাপি টেস্ট: দিন শেষে ৬৮ রানের লিড ভারতের

গোলাপি টেস্ট: দিন শেষে ৬৮ রানের লিড ভারতের

কলকাতায় ইডেনে গোলাপি টেস্টের প্রথম দিন শেষ হলো।দিন শেষে বাংলাদেশকে ৬৮ রানের লিড দিয়েছে ভারত।প্রথম ইনিংসটাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশকে।৩০.৩ ওভারে ১০৬ রান তুলেছে টাইগাররা।

অপরপক্ষে প্রথম দিন শেষে ভারত তুলেছে ৩ উইকেটে ১৭৪ রান।বিরাট কোহলি ৫৯ আর আজিঙ্কা রাহানে ২৩ রান নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামবেন।

ম্যাচের এই অবস্থায় এটা বলাই যায়, বড় কোনো বিস্ময়কর ঘটনা না ঘটলে নিশ্চিতভাবে দ্বিতীয় দিন ভারত যেখানে পৌঁছাবে সেখান থেকে সামনে তখন একটাই দৃশ্য-ভারতের জয়, সম্ভাব্য বড় জয়!

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস:  ১০৬/১০ (৩০.৩ ওভারে, সাদমান ২৯, ইমরুল ৪, মুমিনুল ০, মিঠুন ০, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৬, লিটন দাস ২৪ রিটায়ার্ড হার্ট, নাঈম হাসান ১৯, এবাদত ১, মেহেদি ৮, আল আমিন ১, আবু জায়েদ ০, অতিরিক্ত ১৪; ইশান্ত ৫/২২, উমেশ ৩/২৯ ও শামি ২/৫)।

ভারত প্রথম ইনিংস:  ১৭৪/৩ (৪৬ ওভারে, আগারওয়াল ১৪, রোহিত ২১, চেতেশ্বর ৫৫, কোহলি ৫৯*, রাহানে ২৩*, এবাদত ২/৬১ ও আল আমিন ১/৪৯)।