English Version
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৯ ১৪:১৭
সূত্র:

শোচনীয় হারের পথে টাইগাররা

শোচনীয় হারের পথে টাইগাররা

বাংলাদেশের উপর আর কোনো রানের বোঝা না চাপিয়ে ইন্দোর টেস্টের তৃতীয় দিন সকাল সকাল ইনিংস ঘোষণা করে ভারত। ৩৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতীয় পেসারদের দাপটে ধুঁকছে সফরকারী বাংলাদেশ। দলীয় ৭২ রানে নেই বাংলাদেশের ৫ টপ অর্ডার ব্যাটসম্যান। সবগুলো উইকেটই নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলাররা। তাই বলা চলে টাইগারদের ইনিংস হার এখন মাত্র সময়ের ব্যাপার!

বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও ইমরুল কায়েসকে শুরুতেই সাজঘরের পথ দেখায় ইশান্ত শর্মা ও উমেশ যাদব। দলীয় ১০ রানেই উদ্বোধনী জুটি ভেঙ্গে ফেলেন ভারতীয় বোলাররা। উমেশ যাদবের বলে সরাসরি বোল্ড হয় ইমরুল কায়েস। প্রথম ইনিংসের মতো এবারও দুই অঙ্কে যেতে পারলেন না এই টাইগার ওপেনার। এরপর দলীয় ১৬ রানে ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। শুরুতেই দুই উইকেট হারিয়ে যখন চাপে পরে বাংলাদেশ তখন দলের হাল ধরতে চেয়েছিলেন টাইগার অধিনায়ক মমিনুল হক কিন্তু এলবিডব্লিউর ফাঁদে তিনিও প্যাভিলিয়নের পথে হাঁটেন। আর মোহাম্মদ শামির বলে মিড উইকেটে সহজ ক্যাচ দিয়ে আউট হন মোহাম্মদ মিথুন। এরপর মুশফিকুর রহিমের সাথে ক্রিজে এসে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু এই অভিজ্ঞ ব্যাটসম্যানও উইকেটে থিতু হতে পারল না। দলীয় ৭২ রানে মাহমুদউল্লাহকে আউট করেন শামি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুঁটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম।