English Version
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯ ১০:৫৯
সূত্র:

ব্যাট হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

ব্যাট হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরু করল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ইন্দোরে মুখোমুখি ভারত-বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ৭ ব্যাটসম্যান ও ৪ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসানকে সুযোগ পাননি। একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন। সাদমান ইসলামের সঙ্গে ওপেন করবেন ইমরুল কায়েস।

অন্যদিকে তিন পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে ভারত। স্পিন আক্রমণে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজা। দুজনেরই ব্যাটের হাত দারুণ। ভারতের ব্যাটিং লাইনআপও তাই বেশ লম্বা।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।