English Version
আপডেট : ৫ নভেম্বর, ২০১৯ ০৯:৩১
সূত্র:

ঘূর্ণিঝড়ের কবলে পড়তে বাংলাদেশ-ভারত দ্বিতীয় ম্যাচ

ঘূর্ণিঝড়ের কবলে পড়তে বাংলাদেশ-ভারত দ্বিতীয় ম্যাচ

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণের কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি নিয়ে জেগেছিল শঙ্কা। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা হয়েছে। ভারতকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাজকোটে। কিন্তু সেই ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মাহা’।

ভারতের আবহাওয়া অফিস বলছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মাঝে গুজরাটে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মাহা’। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাট ও মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিপাত হতে পারে। সোমবার সকালে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল গুজরাট উপকূল থেকে ৬০০ কিলোমিটারের কিছু বেশি দূরে মধ্য আরব সাগরে। গত পাঁচ দিন ধরে কেরালা উপকূল ধরে উত্তর-পূর্ব দিকে এগিয়েছে মাহা। মঙ্গলবার বাঁক নিয়ে এটি গুজরাটের দিকে যাওয়ার কথা।

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু রাজকোটের অবস্থান গুজরাট উপকূল থেকে ১০০ কিলোমিটারের মতো দূরে।

ভারতের আবহাওয়া অফিস অবশ্য বলছে, ভারতে আঘাত হানার আগে শক্তিমত্তা কমে যাওয়ার সম্ভাবনা আছে মাহার। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছেই।

রাজকোটে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা ম্যাচ। ম্যাচটা শেষ পর্যন্ত হয় কি না, সেটাই এখন দেখার।