English Version
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৯ ০৬:৫৮
সূত্র:

পাপন সাহেব সবই জানতেন : সাবের হোসেন

পাপন সাহেব সবই জানতেন : সাবের হোসেন

একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এ বিষয়ে (সাকিবকে নিয়ে আইসিসির তদন্ত) আমরা আগে থেকে কিছুই জানতাম না। দু-তিনদিন আগে সাকিবই আমাকে প্রথমে বলে। সাকিব নিজেই এর সবচেয়ে বড় সাক্ষী। আর শাস্তির বিষয়টি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত জানাতাম না।’ আইসিসির পক্ষ থেকে সাকিব আল হাসানের বিরুদ্ধে শাস্তির আদেশ ঘোষণা হওয়ার পর সংবাদ মাধ্যমকে কথাগুলো বলছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর দাবি পাপনের এই কথাগুলো মিথ্যা। সাবের হোসেন বলছেন, বিষয়টি আগে থেকেই জানতেন পাপন।

বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কর্মকাণ্ডে ত্যক্ত-বিরক্ত সাবের হোসেন চৌধুরী। কয়েক দিন আগে ক্রিকেটারদের ধর্মঘটকে তার ব্যর্থতা বলে অ্যাখ্যায়িত করেন তিনি। সাকিব আল হাসান ইস্যুতে ফের মুখ খুললেন সাবেক বোর্ড প্রেসিডেন্ট। পাপনকে রীতিমতো ধুয়ে দিলেন সাবের হোসেন।

ম্যাচ ফিক্সিংয়ের নিয়ম না মানায় সব ধরনের ক্রিকেটে সাকিবকে এক বছর নিষিদ্ধ করেছে আইসিসি। যদিও প্রথমে সেটি দুই বছর ছিল। দেশসেরা ক্রিকেটারের এ নিষেধাজ্ঞার জন্য নাজমুল হাসানের দিকে আঙুল তুলেছেন সাবের হোসেন চৌধুরী।

ক্রিকেটারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংবাদ ব্রিফিংয়ে বর্তমান বিসিবি বস বলেন, শিগগির ম্যাচ পাতানোর গোমর ফাঁস করা হবে। সাকিবের নিষেধাজ্ঞার নেপথ্যে একেই দায়ী করছেন সাবের। তার মতে, পাপন সব কিছু জানতেন। তবু আইসিসির কাছে দেনদরবার করেননি উনি।

সাকিবের বিরুদ্ধে আইসিসি থেকে নিষেধাজ্ঞা এসেছে গতকাল ২৯ সেপ্টেম্বর রাতে। এদিকে, ক্রিকেটারদের আন্দোলনের প্রেক্ষিতে গত ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেছিলেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের খবর শিগগিরই আসবে। চিন্তা করেন না, ওইগুলা আসতেছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে ওই ভিডিও।

ভিডিওটি নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশনে সাবেক হোসেন চৌধুরী লিখেন, ‘আমার মনে হয় বিসিবি সবই জানত। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, পাপন সাহেব বলেছেন তিনি কিছুই জানতেন না, এটা মিথ্য কথা। ২২ অক্টোবরের ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছে, পাপন সাহেব আইসিসির ঘোষণার জন্য অধৈর্য অপেক্ষা করছিলেন।’

আপর এক টুইটে সাবের হোসেন লিখেন, ‘বিসিবির উচিত (সাকিবের) শাস্তির মেয়াদ কমানোর চেষ্টা করা। কিন্তু দুঃখের বিষয় বিসিবি সাকিবের পাশে দাঁড়ায়নি। উল্টো শুধু শুধু মায়াকান্না দেখাচ্ছে।’