English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯ ১২:০৩
সূত্র:

অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

আগামী ১৯ অক্টোবর থেকে ঘরোয়া ফুটবলের বড় আয়োজন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। তৃতীয় বারের মতো শুরু হতে যাওয়া এ টুর্নামেন্ট চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের সব খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের সমন্বয়ক ও চট্টগ্রাম আবাহনীর পরিচালক এন করিম চৌধুরী শারুন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ টুর্নামেন্ট তৃতীয় বারের মতো চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে হবে। ৮ দল নিয়ে এ টুর্নামেন্ট হবে। ৬ দল নিশ্চিত। খেলবে ভারতের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মালদ্বীপের টিসি স্পোর্টস, বাংলাদেশের বসুন্ধরা কিংস, আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। এ ছাড়া বাকি দুটি দল ঠিক করার প্রক্রিয়া চলছে।