English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৯ ১৪:৫৬
সূত্র:

দুই শর্তে বিপিএলে অংশ নিবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দুই শর্তে বিপিএলে অংশ নিবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সপ্তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ অতি সন্নিকটে। বিসিবির ঘোষণা মোতাবেক নতুন আসর শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। এই মুহুর্তে টুর্নামেন্টে অংশগ্রহণে ইচ্ছুক ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে জরুরি দিক নির্দেশনা দিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

কিন্তু বিপিএলের শেষ মুহুর্তে এসে দেখা দিয়েছে বিপত্তি। বিভিন্ন ইস্যুতে বেঁকে বসেছে প্রভাবশালী ফ্রাঞ্চাইজিগুলো। বিশেষ করে সাকিব ইস্যুতে মনোমালিন্য দেখা দিয়েছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের মাঝে। বকেয়া ইস্যুতে বাদ পড়ার শঙ্কায় সিলেট সিক্সার্স। নতুন নিয়ম নিয়ে কিছুটা আপত্তি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সাকিবকে না পেলে আসরে অংশ নিবে না রংপুর। রীতিমত এমন ঘোষণা দিয়েছে দলটির মালিকপক্ষ। তবে তারা মাশরাফিকে রেখেই দল সাজাতে প্রস্তুত। অন্যদিকে নিয়ম মেনে সাকিবকে ধরে রাখতে চায় ঢাকা। 

ঢাকা-রংপুরের রেষারেষির মাঝে নতুন ইস্যু নিয়ে হাজির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির কর্ণধার নাফিসা কামাল আপত্তি তুলেছেন নতুন নিয়ম নিয়ে। বারবার নিয়ম চেঞ্জের কারণে আসর থেকে সরে দাঁড়াতে চাচ্ছে দুইবারের চ্যাম্পিয়নরা। এছাড়া বিপিএলে রিভিনিউ শেয়ারিংয়ের বিষয়টিও সামনে এসেছে ভালোভাবে। কারণ বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য মোটেই লাভজনক নয়। রীতিমতো ‘লস প্রজেক্ট’। 

এ নিয়ে কিছুটা ক্ষুব্ধ ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল, ‘সাত বছর আমরা বিপিএলে খেলে যাচ্ছি। আমরা পুরনো ফ্র্যাঞ্চাইজি। আমি মালিক হিসেবে সবচেয়ে পুরনো। সিলেটের সাথে ছিলাম। অথচ এখন পর্যন্ত ব্রেক ইভেনে আসতে পারিনি। কোন ফ্র্যাঞ্চাইজিই ব্রেক ইভেনে আসতে পারেনি। এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বিপিএলে থাকব কি না। এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা তার অংশ হতে চাইব। আমরা অনেক বড় একটি স্টেকহোল্ডার। এখানে পুরোপুরি ওয়ান সাইডেড টুর্নামেন্ট হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি।’

বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘রেভিনিউ শেয়ারিং মানে আমরা বলছি না সব টাকা আমাদের দিয়ে দিতে হবে। আমরা বলছি পারশিয়ালি গ্রাউন্ড রাইটস বা টিকিট রাইটস আমাদের অংশীদার করতে হবে। কীভাবে বিক্রি করব সেটা আমাদের দায়িত্ব।’

রিভিনিউ’র পাশাপাশি রিটেইন ক্রিকেটারদের ক্ষেত্রে বিদ্যমান আইনের পরিবর্তনের পক্ষে নন নাফিসা কামাল-‌ ‘রিটেনশনের মধ্যে যদি চার জন করা হয় তাহলে কিন্তু দেশি-বিদেশি সবকিছুই কাভার হয়ে যায়। আমরা শুধু আগের আসর তার আসরের রিটেনশন নিয়ম যেটা ছিল ওটাই ধরে রাখতে চাচ্ছি। চারজন রিটেনশন আছে, দুই জন বিদেশি সাইনিং আছে ওনাদের কথানুযায়ী দেশি বিদেশি মিলিয়ে সবই নতুন হবে। এখন লোকাল নতুন হবে এবং দুইটা বিদেশি নতুন সাইনিং হবে, এটা মানাই যায় না।’

বিপিএলএ দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ঠ আচরন করছে বিসিবি, সেই অভিযোগ কুমিল্লা ভিক্টোরিয়ান ফ্রাঞ্চাইজির- আমরা সবসময় দেখে আসছি দেশি প্লেয়ারদের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়। এটা পক্ষপাতিত্ব বাড়িয়ে দেয় যে দেশিটা ফ্রেস হবে আর বিদেশি সাইনিং বাইরে থেকে হবে। এমন হয ফরেন সাইন বাইরে থেকে করা হয়। কিন্তু যে পরিমানে করা হয় সে পরিমানে ৫-৬ টা দেশি প্লেয়ার কিনে নেওয়া হয়। এটা দেশি প্লেয়ারদের সঙ্গে আনফেয়ার করা হচ্ছে। আমরা প্রস্তাব দিয়েছি আগেরটাই ধরে রাখতে চাই।’

আইকন ক্যাটাগরী থেকে মুশফিককে দলে নেয়ার মধ্যে বিধি বর্হিভুত কিছু দেখতে পাচ্ছেন না নাফিসা কামাল-‌ ‘ আমি বিশ্বকাপের মাঝপথে মুশফিককে সাইন করিয়েছি। তামিম বিশ্বকাপের আগেই খুলনাতে গেছে। সো তখন কেন ইস্যু হয়নি? আমাদের তখন জানালে আরো ভাল প্রস্তুতি নিতে পারতাম। এখন হঠাৎ করে একটি ইস্যুকে কেন্দ্র করে পুরো কাঠামো পরিবর্তেনর পক্ষে আমি নই।’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালের বক্তব্য মোতাবেক স্পষ্ট যে, তারা রিটেনশন এবং রিভিনিউ ইস্যুতে ক্লিয়ার দিক নির্দেশনা পেলেই কেবল বিপিলে অংশ নিবে। নচেৎ বিপিএল থেকে নিজেদের গুটিয়ে নিবে।