English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৯ ১১:৪১
সূত্র:

আইপিএলে অধিনায়ক হচ্ছেন সাকিব!

আইপিএলে অধিনায়ক হচ্ছেন সাকিব!

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অধিনায়ক হতে পারেন।  ভারতীয় স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রাকার এমন খবর প্রকাশ করেছে।

ক্রিকট্রাকারের খবরে বলা হয়েছে, আইপিএলে এবার নতুন দু’টি দল অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দুই দলের একটিতে সাকিবের অধিনায়কত্ব করার সম্ভাবনা রয়েছে। তবে দল দুটিতে অধিনায়ক হওয়ার দৌঁড়ে শুধু সাকিবই নয়, রয়েছেন সদ্য সমাপ্ত  বিশ্বকাপ জয়ী ইংলিশ দলপতি ইয়ন মরগানসহ আরো তিনজন। 

বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন সাকিব আল হাসান।  ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। দল হিসেবে বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল সাকিব। ব্যাট হাতে আট ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১১ উইকেট। 

উল্লেখ্য, গত আসরের সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন সাকিব আল হাসান।