শেষ থেকেই শুরু কিংসের

শিরোপা আগেই নিশ্চিত হয়েছে, শেষ ম্যাচটা ছিল নিছকই আনুষ্ঠানিকতার। বসুন্ধরা কিংস ফুটবলারদের মাঝে আয়েশি ভাব থাকাটা তাই স্বাভাবিকই। শ্রাবণের বিকালের টানা বর্ষণে মাঠেও ছিল জল-কাদা। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে বসুন্ধরা কিংসের প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটিও ছিল নিষ্প্রাণ!
১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বৈচিত্র্য এনেছিলেন বসুন্ধরা কিংস সমর্থকরা। পিঠে ‘চ্যাম্পিয়ন’ লেখা লাল-সাদা টি-শার্ট পরে গ্যালারি মাতিয়েছেন চ্যাম্পিয়ন দলের সমর্থকরা। বৃষ্টি মাঝে মধ্যে সমর্থকদের ছত্রভঙ্গ করলেও তাদের ঢোল-বাদ্যর তালে পর মুহূর্তেই গ্যালারি সরব হচ্ছিল।
ঘরোয়া শীর্ষ ফুটবলে আত্মপ্রকাশের মৌসুম হাতভরে দিয়েছে কিংসকে। লিগ শুরুর আগে দুটি প্রতিযোগিতার ফাইনাল খেলেছে দলটি। ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে হারলেও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয় কিংস। প্রিমিয়ার লিগে মাঝপথেই শিরোপার সুবাস পাচ্ছিল চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হিসেবে প্রিমিয়ারে উঠে আসা ক্লাবটি। শেষদিকে শেখ রাসেলের কাছে হারে শিরোপা উদযাপন বিলম্বিত করেছে। নীলফামারীতে মোহামেডানের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হয় কিংস। গতকাল লিগ শেষ করল ফুটবলের নব্য পরাশক্তিরা। এ শেষ থেকেই আগামী দিনের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন শুরু হলো।
‘আমরা এরই মধ্যে দানিয়েল কলিন্দ্রেসের সঙ্গে চুক্তি নবায়ন করেছি, আগামী মৌসুমেও বসুন্ধরা কিংসে থাকছেন এ ফুটবলার’—বণিক বার্তাকে বলেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। ক্লাব-সংশ্লিষ্টরা জানান, এ মৌসুমে খেলা দলটির অধিকাংশ সদস্যকে ধরে রাখবে বসুন্ধরা কিংস। নিয়মিত যারা একাদশে ছিলেন, তাদের ছাড়ার কোনো পরিকল্পনা নেই ক্লাব কর্মকর্তাদের।
এ থেকেই পরিষ্কার—আগামীতে শিরোপা ধরে রাখার ভাবনা শুরু হয়েছে লিগ শেষ হওয়ার আগে থেকেই। পরবর্তীতে মৌসুমে সবগুলো আসরের শিরোপার জন্য ঝাঁপাবে ক্লাবটি। পাশাপাশি একাডেমি কার্যক্রমের মাধ্যমে নতুন ফুটবলার তুলে আনার দিকেও গুরুত্ব বাড়াচ্ছেন ক্লাব কর্মকর্তারা।
লম্বা মৌসুম শেষে দলের সদস্যদের বিশ্রাম দেবে কিংস। এ সময়ই ফুটবলার ও কর্মকর্তাদের নিয়ে ইউরোপ সফরের কথা জানালেন ক্লাবের কর্মকর্তারা। এ নিয়ে ইমরুল বলেন, ‘শোকের মাস চলছে। তাই আমরা শিরোপা উদযাপনের আনুষ্ঠানিকতা রাখিনি। দলের সদস্যদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করব। তাদের নিয়ে হয়তো আমরা ইউরোপ সফরে যাব।’
এবার লিগের আকর্ষণ ছিলেন কলিন্দ্রেস। কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলা এ ফুটবলার ছিলেন কিংসের শিরোপা জয়ের অন্যতম কারিগর। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। কলিন্দ্রেস বলেন, ‘বাংলাদেশে খেলার অভিজ্ঞতা দুর্দান্ত। আমাদের দল ও অন্যান্য দলেও ভালো মানের ফুটবলার ছিল। প্রথম মৌসুমে শিরোপা জয় করতে পেরে আমি খুবই খুশি। কৃতজ্ঞতা জানাচ্ছি সমর্থকদের প্রতি।’
শুরুর দিকে ধুঁকলেও শেষদিকে এসে উজ্জ্বল ছিলেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস। ১৪ গোল করা মার্কোস সতীর্থদের দিয়ে ১০ গোল করিয়েছেন। ম্যাচ শেষে এ ব্রাজিলিয়ান বলেন, ‘বাংলাদেশে আমার কাজটা মোটেও সহজ ছিল না। শুরুর দিকে ফিটনেস-সংক্রান্ত জটিলতা ছিল। শেষদিকে এসে সে জটিলতা কাটিয়ে স্বাভাবিকভাবে খেলতে পেরেছি। আমি কখনো নিজে গোল করার বিষয় নিয়ে ভাবিনি। দলের জয়টা ছিল সবার আগে। দল চ্যাম্পিয়ন হওয়ায় আমি খুশি।’
লিগের সেরা কোচ বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজোন। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন শেখ রাসেলের আশরাফুল ইসলাম রানা। সেরা উদীয়মান ফুটবলার আরামবাগ ক্রীড়া সংঘের রবিউল হাসান। সর্বোচ্চ গোলদাতা শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল উদোভিন।