English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৯ ১৫:৪৩
সূত্র:

মাকে নিয়ে হজের প্রস্তুতি সাকিবের!

মাকে নিয়ে হজের প্রস্তুতি সাকিবের!

ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত অলরাউন্ডিং নৈপুণ্য প্রদর্শনের পর স্ত্রী-কন্যা নিয়ে ইউরোপ-আমেরিকায় সময় কাটান টাইগার তারকা সাকিব আল হাসান। তখনই জানা যায়, ফের হজ করবেন তিনি। এ বছর গর্ভধারিণী মাকে সঙ্গে নিয়ে হজে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রিকে রেখে গত শনিবার সকালে দেশে ফিরেছেন তিনি। এখন মাকে নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

গত বছরও হজ করেছেন সাকিব। সেবার স্ত্রী-কন্যা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন দেশটির রাষ্ট্রীয় অতিথি হিসেবে। ফলে দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতো হাতেগোনা ৭-৮ দিন হজ পালন করেন তিনি। তবে এবার যাচ্ছেন স্বেচ্ছায়। বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে, এ বছর নিজের মতো করে হজ করবেন সাকিব। সঙ্গে নিয়ে যাবেন মমতাময়ী মাকে। যদিও যাওয়ার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ২ কিংবা ৩ আগস্ট ঢাকা ত্যাগ করতে পারেন তারা। মাকে নিয়ে হজে যাবেন বলেই স্ত্রী শিশির ও কন্যা আলাইনাকে মার্কিন মুলুকে রেখে একা দেশে ফিরেছেন এ বিশ্বসেরা ক্রিকেটার।