English Version
আপডেট : ১৫ জুলাই, ২০১৯ ১৫:৩৪
সূত্র:

ইংল্যান্ড দলকে রানির শুভেচ্ছা

ইংল্যান্ড দলকে রানির শুভেচ্ছা

বেন স্টোকস-আর্চারের হাত ধরে ৪৪ বছরের খরা কাটলো ইংল্যান্ডের। তাদের এহেন প্রাপ্য জয়ে যার পর নাই আনন্দিত ভক্ত সমর্থকরা। সে আনন্দে নিজেকে এলিয়ে দিলেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথও।

সোমবার এক বিশেষ বিবৃতিতে নিজে এবং রাজপুত্র ফিলিপের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান তিনি।

বলেন, ‘প্রিন্স ফিলিপ ও আমার পক্ষ থেকে ইংল্যান্ড পুরুষ দলের এমন রোমাঞ্চকর বিশ্বকাপ জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

এসময় তিনি রানার্স দলের প্রতি সমমর্মিতা প্রকাশ করেন।  প্রশংসা করেন তাদের দায়িত্ব ও পরিশ্রমের।