English Version
আপডেট : ২ জুন, ২০১৯ ১২:০৭
সূত্র:

তামিমের সঙ্গী হবেন কে?

তামিমের সঙ্গী হবেন কে?

ইংল্যান্ড বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বিকেল সাড়ে ৩টায় ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। সম্প্রতি দারুণ ছন্দে আছে টিম বাংলাদেশ। ধারাবহিকভাবে পারফর্ম করছেন টাইগাররা। 

তাই ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী নিয়ে মধুর সমস্যায় ভুগছে বাংলাদেশ দল। সম্প্রতি ওপেনিংয়ে তামিমের সঙ্গে দুর্দান্ত করছেন সৌম্য সরকার। লিটন দাসও পিছিয়ে নেই। ইনিংস গোড়াপত্তনে সুযোগ পেলেই ভালো করছেন তিনি। আয়ারল্যান্ডে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৭৬ রান করেছেন লিটন দাস। এমনকি প্রস্তুতি ম্যাচের ভারতের বিরুদ্ধে হেরে গেলেও সে ম্যাচে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দিনাজপুরের এই তারকা ওপেনার। তারপরও আজ একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। 

কেন না তামিমের সঙ্গী হিসেবে দুরন্ত ফর্মে আছেন সৌম্য সরকার। পাশাপাশি সৌম্য ওপরেও যেমন দুর্দান্ত খেলে, ব্যাটিং অর্ডারে নিচেও তেমন ভালো। পাশাপাশি বোলিংটাও করে। তার কাছ থেকে বাংলাদেশ ভিন্ন ভ্যারিয়েশন পাবে। এক্ষেত্রে এগিয়ে আছেন সৌম্য।