English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৯ ১০:৪০
সূত্র:

ইসলাম ধর্ম গ্রহণ করলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়

ইসলাম ধর্ম গ্রহণ করলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়

ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলায় দুই মসজিদে নিহত হন ৫০ জন মুসল্লি। এ ঘটনায় শোকে কাতর হয়ে পড়ে গোটা বিশ্ব।সন্ত্রাসী হামলার পর হৃদয় ছুঁয়ে যায় নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসির।যার ফলে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তিনি। অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি।   ইসলাম ধর্ম নিয়ে আগে থেকেই তুঙ্গাফাসির আগ্রহ ছিল। ক্রাইস্টচার্চ ঘটনার পর সেই আগ্রহ তুমুল বেড়ে যায়। ওই হামলায় আহতদের দেখতে হাসপাতালে গিয়ে মূলত ইসলাম ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হন। পরে ধর্মান্তরিত হতেও সময় নেননি তিনি। ইতিমধ্যে এ ধর্ম গ্রহণ করে ফেলেছেন তুঙ্গাফাসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তুঙ্গাফাসি। শুধু তিনিই নন। তার সতীর্থ সনি বিল উইলিয়ামসের মা লি উইলিয়ামসও এদিন এ ধর্ম গ্রহণ করেছেন।ইসলাম ধর্ম গ্রহণ করে দারুণ উচ্ছ্বসিত তু্ঙ্গাফাসি। কিউই এ রাগবি খেলোয়াড় বলেন, আহত মুসলিম ভাইদের হাসপাতালে দেখার অভিজ্ঞতা অন্যরকম ছিল। আমি তাদের থেকে অনুপ্রাণিত হয়েছি। আমি মোহাম্মদ (সা.) ও আল্লাহকে বিশ্বাস করেছি।