English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৯ ১৪:০৯
সূত্র:

ইনজুরিতে তামিম

ইনজুরিতে তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে ইনজুরির কারণে খেলতে পারেননি জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটস্যান মুশফিকুর রহিম। তবে আশার বানী হচ্ছে, ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ম্যাচে দেখা যেতে পারে তাকে। এমনটাই জানালেন দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

মুশফিক ইস্যুতে সুসংবাদ এলেও দুঃখজনক ব্যাপার হলো, তৃতীয় টেস্টের আগে অনুশীলনকালে ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। তাই শেষ টেস্টে তাকে নাও দেখা যেতে পারে। যদিও এখন পর্যন্ত তার ইনজুরি ইস্যুতে মুখ খুলেনি বিসিবি।

এমনিতেই আর ক’দিন পরই ইংল্যান্ড বিশ্বকাপ। তাই নিশ্চিত যে, এই মুহুর্তে বড় ধরনের ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজম্যান্ট। সে হিসাবে শেষ টেস্টে নাও দেখা যেতে পারে তামিমকে।

নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে শুরু থেকেই নেই সাকিব আল হাসান। সে যাত্রায় যুক্ত হন মুশফিক। এবার তামিমের ইনজুরি নিশ্চয় মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য।