English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:০৮
সূত্র:

পাক-ভারত উত্তেজনা ক্রিকেটে আনতে চায় না আইসিসি

পাক-ভারত উত্তেজনা ক্রিকেটে আনতে চায় না আইসিসি

দুবাইয়ে আজ শুরু হচ্ছে আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) দুদিনব্যাপী বৈঠক।

পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বয়কট করার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

তবে আইসিসি কূটনৈতিক বিরোধকে খেলাধুলায় টেনে আনতে চাইছে না। এ কারণে বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বয়কট করার ইস্যুটি কৌশলে এড়িয়ে যেতে চাইছে আইসিসি।

ভারত আইসিসিকে লেখা চিঠিতে সন্ত্রাসবাদী হামলার কথাও উল্লেখ করেছে। পাশাপাশি পাকিস্তানের নাম উল্লেখ না বলেছে, যে সব দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের কোনওভাবে সমর্থন করা চলবে না।

আইসিসির অন্তর্ভুক্ত অন্য ক্রিকেট খেলিয়ে দেশগুলোর থেকেও এবিষয়ে মতামত চাওয়ার কথাও বলেছে বিসিসিআই। কিন্তু কূটনৈতিক লড়াইকে ক্রিকেটে টেনে আনতে চাইছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসির বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন বোর্ডের সিইও রাহুল জোহরি এবং কার্যকরী সচিব অমিতাভ চৌধুরি। এ বৈঠকে পিসিবিও বিসিসআইকে জবাব দিতে তৈরি বলে জানান গেছে।