English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫৭
সূত্র:

অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের জন্য তামিমের প্রার্থনা

অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের জন্য তামিমের প্রার্থনা

রাজধানীর চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই অগ্নিকাণ্ডে অন্তত ৭০ নিহত ও বহু আহত হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মর্মান্তিক এই ঘটনায় গোটা জাতির ন্যায় বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের হৃদয়কেও নাড়া দিয়েছে। ফলে চকবাজার অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করে আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তিনি।