English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:২৪

প্রস্তুতি ম্যাচে টাইগারদের হার

অনলাইন ডেস্ক
প্রস্তুতি ম্যাচে টাইগারদের হার

মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ১৪৮ রানে টার্গেট দেয় সফরকারী বাংলাদেশ একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড একাদশ।

কিউইদের হয়ে ম্যাচে সর্বোচ্চ ৯২ রান করেন ওপেনার অ্যান্ড্রু ফ্লেচার। এছাড়া ৫২ রান করেন আরেক ওপেনার জিত রাভাল। এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং নৈপুণ্যে ৪৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় পায় স্বাগতিকরা। 

টাইগারদের হয়ে বল হাতে মাহমুদউল্লাহ তুলে নেন দুটি উইকেট। এছাড়াও মুস্তাফিজ ও মিরাজ দুটি করে উইকেট পান। একটি করে উইকেট দখল করেন নাঈম হাসান ও সৌম্য সরকার।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড একদশকে ২৪৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল টাইগাররা। দলের হয়ে মুশফিক ও মাহমুদউল্লাহ খেলছিলেন অসাধারণ ইনিংস। শতরানের জুটি গড়ার পাশাপাশি দুই ব্যাটসম্যানই করেছিলেন ফিফটি।

১০৮ রানের জুটিতে মুশফিকের অবদান ৬১ রান। ৮টি চারের মারে অনবদ্য এ ইনিংসটি খেলেন মিস্টার ডিপেন্ডেবল বাংলাদেশ। মাহমুদউল্লাহও খেলেছেন দারুণ। সাজঘরে ফেরার আগে ১০টি চারের সাহায্যে ৮৮ বলে ৭২ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। 

শেষ দিকে সাব্বির রহমানের ৪১ বলে ৪০ রানের ইনিংসটি ছিল দেখার মত। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৪৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।