English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৪৩
সূত্র:

নিউজিল্যান্ড একাদশকে ২৪৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নিউজিল্যান্ড একাদশকে ২৪৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ স্বাগতিক নিউজিল্যান্ড একাদশের ‍মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিউই একাদশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। মাহমুদউল্লাহ, মুশফিক এবং সদ্য দলে সুযোগ পাওয়া সাব্বির রহমানের ব্যাটিংয়ে এই লড়াকু পুঁজি পায় সফরকারী বাংলাদেশ।   টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড একাদশ। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের।ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানে সাজঘরে ফেরেন ওপেনার মুমিনুল হক। পরের ওভারে ৩ রানে ফেরেন আরেক ওপেনার লিটন কুমার দাস। এরপর ১ রান যোগ করে সাজঘরের চলে আসেন সৌম্য সরকার।

৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পরা বাংলাদেশকে রক্ষা করতে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেট জুটিতে দুজন মিলে করেন ১০৮ রান। ৮ চারের সাহায্যে ৪৬ বলে হাফ-সেঞ্চুরির দেখা পান মুশফিক। তার সঙ্গে হাফ-সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদও। ৬৬ বল খেলে ৭ চারে ৫০ রান করেন তিনি।

দলীয় ১৩৯ রানে সোয়লার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশি। আউট হবার আগে আট বাউন্ডারিতে ৬১ বলে ৬২ রান করেন তিনি।মুশফিক ফিরলে সাব্বিরকে নিয়ে দলের হাল ধরেন রিয়াদ। দলীয় ৩৫ রানের জুটিতে বড় শট খেলতে গিয়ে সাজঘরে ফেরেন রিয়াদ। ফেরার আগে ৮৮ বলে ১০ বাউন্ডারিতে ৭২ রান করেন তিনি। শেষের দিকে সাব্বির রহমানের ৪০ রানের উপর নির্ভর করে নিউজিল্যান্ড একাদশের সামনে ৪৬.১ ওভারে ২৪৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাকপিক ৩৮ রানে ৪টি উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-

বাংলাদেশ একাদশ: ৪৬.১ ওভারে ২৪৭ অল-আউট।

(লিটন ৩, মুমিনুল ৬, সৌম্য ১,মুশফিক ৬২, মাহমুদউল্লাহ ৭২, সাব্বির ৪০, মিরাজ ৭, নাঈম ১৭, শফিউল ৪, মুস্তাফিজ ১২; ম্যাকপিক ৪/৩৮)