English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৩৩
সূত্র:

রংপুরকে কাঁদিয়ে ফাইনালে ঢাকা

রংপুরকে কাঁদিয়ে ফাইনালে ঢাকা

রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে উঠেছে ঢাকা ডায়নামাইটস।  বুধবার বিপিএলের ষষ্ঠ আসরে ফাইনালে যাওয়ার মিশনে নামে  ঢাকা ও  রংপুর। টস জিতে ঢাকার অধিনায়ক সাকিব শুরুতে মাশরাফিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভাবে সব কটি উইকেট হারিয়ে ১৪২ রান করতে সমর্থ হয় রংপুর রাইডার্স।  ফলে ঢাকার সামনে ফাইনালে যাওয়ার লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রানের।  

জবাব দিতে নেমে দলীয় ৪ রানের মাথা উপুল থারাঙ্গার উইকেট হারিয়ে হোচট খায় ঢাকা।  তবে সেখান থেকে হাল ধরেন সুনিল নারিন ও রনি তালুকদার।   কিন্তু দলীয় ৪১ রানে আউট হয়ে যান নারিন।  এরপর অধিনায়ক সাকিব ২৪ ও পোলাড ১৪ রান করে আউট হয়ে যায়।  অপরপ্রান্তে রনি ৩৫ রান করেন দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে তিনি যখন ক্রিজ ছাড়েন।  তখন দলের স্কোর ৫ উইকেটে ৯৭ রান।  সেখান থেকে এন্ড্র রাসেলের ঝড়ো ১৯ বলে ৫ ছক্কায় ৪০ রান ও নুরুল হাসানের ৯ রানে ভর করে ৫ উইকেটের জয় নিয়ে বিপিএলএর ফাইনালে খেলা নিশ্চিত করে ঢাকা।