English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:০৪
সূত্র:

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি মাশরাফি-সাকিব

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি মাশরাফি-সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

লড়াইটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অধিনায়কের মধ্যে। রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দেবেন টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান।

এই ম্যাচে জয়ী দল আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে।