English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:০৯
সূত্র:

বিপিএলএর ফাইনালে কুমিল্লা

বিপিএলএর ফাইনালে কুমিল্লা

রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ট আসরে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  ক্যারিবীয়ান ব্যাটসম্যান এভিন লুইস অপরাজিত ৭১, এনামুল বিজয়ের ৩৯ আর শামসুর রহমানে শুভর ঝড়ো ৩৪ রানের কল্যাণে রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএলএর এবারের আসরে ফাইনালে উঠেছে তামিম ইকবালের কুমিল্লা।  

এরআগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানের স্কোর গড়ে তারা।  ফলে ফাইনালে খেলা নিশ্চিত করতে কুমিল্লার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৬ রানের।  

সোমবার ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয়  ৩৫ রানে ব্যক্তিগত ১৭ রান করে আউট হয়ে যান তামিম ইকবাল।  তবে অন্যপ্রান্তে লুইস রংপুরের বোলারদের ওপর চেপে বসেন।  এরপর ক্রিজে আসেন এনামুল বিজয়।   এই জুটি ৯০ রান করলে কুমিল্লার জয় প্রায় যখন নিশ্চিত তখন ব্যক্তিগত ৩৯ রানে আউট হয়ে যান বিজয়।  জয় থেকে ৪০ রান দূরে যখন কুমিল্লা তখন শামসুর রহমান ১৫ বলে ৩৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন।  তবে অপরপ্রান্তে অবিচল ছিলেন লুইস তিনি ৫৩ বলে ৩ ছক্কা আর ৫টি চারের মার মেরে ৭১ রান সংগ্রহ করেন।  

রংপুরের পক্ষে মাশরাফি ও শফিউল ইসলাম ১টি করে উইকেট নেন।