English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৩৪
সূত্র:

টিকে থাকার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

টিকে থাকার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৯তম ম্যাচে দিনের প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হয়েছে। এ দিন টস জিতে প্রথমে বল করার সিধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ফলে আগে বল করতে মাঠে নামবে ইমরুল কায়েসের দল কুমিল্লা।মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় খেলাটি শুরু হবে।খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও মাছরাঙা টিভি চ্যানেল।   শীর্ষ চারের চার নম্বর দল হিসেবে কোয়ালিফায়ারের টিকিট পাচ্ছে কারা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস নাকি মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস।

উত্তর পেতে শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকিয়ে থাকতে হতে পারে। আবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জিতে গেলে শেষ পর্যন্ত হয়তো আর আকর্ষণ থাকবে না। তুলনামূলক ভালো রানরেটের কারণে রাজশাহীকে পেছনে ফেলে সুপার ফোরে চলে যাবে ঢাকার দলটি।

ঢাকা ডায়নামাইটস: সুনীল নারিন, ওপুল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজিব, মিজানুর রহমান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস,এনামুল হক, তামিম ইকবাল, মুহাম্মদ সাইফ, মোশারফ হুসেইন, শামসুর রহমান, মেহেদি হাসান,ওহাব রিয়াজ,এভিন লুইস,শহিদ আফ্রিদি,থিসারা পেরেরা।