English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৯ ১৭:১৫
সূত্র:

ক্যানসার রোগীদের জন্য মাশরাফি-ভিলিয়ার্সদের ব্যতিক্রমী উদ্যোগ

ক্যানসার রোগীদের জন্য মাশরাফি-ভিলিয়ার্সদের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম (বিপিএল) প্রতিটি আসরেই কোনো না কোনো ব্যতিক্রমী উদ্যোগ নেয় রংপুর রাইডার্স। এবার ষষ্ঠ আসরেও তার ব্যতিক্রম হয়নি। প্রতি বছর অনেক মানুষের অকাল মৃত্যু হয় ক্যান্সারের কারণে, যার বেশিরভাগই চিকিৎসার অভাবে। ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যের জন্য ফান্ড রাইজিং ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দলটির খেলোয়াড়রা। ‘ক্রিকেট ফর ক্যান্সার’ স্লোগান সামনে রেখে এই ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন মাশরাফি, গেইল, ভিলিয়ার্স, হেলস, বোপারা, মিঠুনরা।

বুধবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রংপুরের অফিসিয়াল পেজ থেকে এক পোস্টের মাধ্যমে ফান্ড রাইজিং ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেখানে তারা লিখেছে, ‘ক্যানসার এক সংগ্রাম। ক্যানসারে আক্রান্ত মানুষ এবং তাদের পরিবারের দুর্ভোগ কল্পনার অতীত। আর এই সংগ্রামকে মোকাবেলা করতে এগিয়ে আসার উদ্যোগ নিচ্ছি আমরা।’দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যারা ক্যান্সারে আক্রান্ত, তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে রংপুর রাইডার্স আয়োজন করছে এক ক্রিকেট টুর্নামেন্টের।

এদিকে ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য ১ ফেব্রুয়ারি গুলশান ইয়ুথ ক্লাব মাঠে একটি ফান্ড রেইজিং ক্রিকেট টুর্নামেন্ট এবং ওয়াকাথন আয়োজন করছে রংপুর রাইডার্স, যেখানে আমাদের রাইডার্স বাহিনীর সব প্লেয়াররা থাকবে। এই মহৎ উদ্যোগে আপনাদের উপস্থিতি এবং অংশগ্রহণের অপেক্ষা রইল।’

প্রায় দুই মিনিটের ঐ ভিডিও বার্তায় রংপুর রাইডার্সের ক্রিকেটাররা বলেন, ‘ক্যানসার রোগীদের দুর্ভোগ অকল্পনীয়। ক্যানসার শুধু রোগীদেরকে নয়, বরং তাদের পরিবার বন্ধু-বান্ধব সবাইকেই প্রভাবিত করে। তাদের অসহনীয় কষ্ট লাঘবে আমরা চেষ্টা করতেই পারি। মানবতার জন্য চলুন এগিয়ে যাই। আসুন ক্যানসার রোগীদের সহায়তায় এগিয়ে আসি।’

রংপুরের এমন প্রশংসনীয় উদ্যোগে ফেসবুকেও চলছে বন্দনা। দলটির এক সমর্থকের মন্তব্য, ‘এটাই রংপুর রাইডার্স। শুধুমাত্র একটি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি নয়, একটি আদর্শ সংগঠন। ভালোবাসা আরো বেড়ে গেল তাদের প্রতি।’

অন্য সমর্থকরাও রংপুরের এই উদ্যোগকে স্বাগত ও শুভকামনা জানিয়েছেন।