English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৯ ১৫:১১
সূত্র:

সাব্বিরকে নিয়ে মুখ খুললেন তামিম

সাব্বিরকে নিয়ে মুখ খুললেন তামিম

সামনেই নিউজিল্যান্ড সফর। আর সেই সফরে ডাক পেয়েছেন সাব্বির রহমান। বিতর্কিত সাব্বিরের দলে অন্তর্ভুক্তি নিয়ে এবার মুখ খুলনেন বাঁহাতি টাইগার ওপেনার তামিম ইকবাল।

তামিম বলেন, আমি নিশ্চিত অতীতে যে ভুল করেছে তা আর করবে না সাব্বির। ও নিজেও সেটা বোঝে। আমি আশাকরি ভিন্ন মানুষ হয়ে সে ফিরে আসবে।

এবারের বিপিলে তামিম যেন একদম অচেনা। রান নেই ব্যাটে। এ প্রসঙ্গে তিনি বলেন, রানে থাকলে যে কোন ফরম্যাটে সহজ হয়ে যায় বিষয়টি। নিউজিল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলা হবে। আশা করবো সেখানে যাওয়ার আগে এক দুইটা ম্যাচ ভাল করলে সেটা ভালই হবে। উল্লেখ্য, গত ২ বছরে শৃঙ্খলাজনিত কারণে সাব্বির রহমান নিষিদ্ধ হয়েছেন দু'বার। নিষেধাজ্ঞা কমিয়ে তার দলে অন্তর্ভুক্তি নিয়ে উঠেছে অনেক প্রশ্নও। তবে সিনিয়র সতীর্থ তামিমকে পাশেই পাচ্ছেন তিনি। এবার দেখার বিষয়, নিজের ভুল কতটা বুঝে নিজেকে শুধরিয়েছেন সাব্বির।